সোমবার, ১৯-মে ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • ইন্টেরিম! ৬২৬ জনের লিস্ট কোথায়- হাসনাত আবদুল্লাহ
এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন

ইন্টেরিম! ৬২৬ জনের লিস্ট কোথায়- হাসনাত আবদুল্লাহ

shershanews24.com

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ক্যান্টনমেন্টে ৬২৬ জনকে আশ্রয় দেয়া নিয়ে প্রশ্ন করে বলেছেন, তারা এখন কোথায়?

তিনি অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়েও মন্তব্য করে বলেছেন, ‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন’। 

সোমবার (১৯ মে) সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ মন্তব্য করেন তিনি।

পোষ্টে হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে লিখেন, ইন্টেরিম, ৬২৬ জনের লিস্ট কোথায়? ৬২৬ জনকে নিরাপদে বের করে দিয়ে এখন নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় গ্রেফতার করে বোঝাতে চাচ্ছেন আপনারা খুব বিচার করছেন? এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।

হাসনাত আরও লিখেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি।

শীর্ষনিউজ/এওয়াই