বুধবার, ১৪-মে ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
  • রাজনীতি
  • »
  • শারমিনকে ইমিগ্রেশনে বাধা দেওয়া বিব্রতকর: পার্থ 

শারমিনকে ইমিগ্রেশনে বাধা দেওয়া বিব্রতকর: পার্থ 

shershanews24.com

প্রকাশ : ১৩ মে, ২০২৫ ০৭:২৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার বিষয়টি ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।  মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে দেয়নি।

আন্দালিব রহমান পার্থ গণমাধ্যমকে বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। এসবির ক্লিয়ারেন্সের বিষয়টি কিভাবে সুরাহা হয় দু-এক দিনের মধ্যে দেখব।’

 পার্থ বলেন, ‘শেখ পরিবারের সবাই তো এক না, তিনি আমার স্ত্রী, আমার তো একটা আইডেন্টিটি আছে। আমার স্ত্রী আমার সঙ্গে সব সময় ছিলেন। তিনি তো হাউসওয়াইফ।’

বিমানবন্দরসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ শাইরা শারমিন দুপুর ১টা ৩৫ মিনিটে যাত্রার জন্য থাই এয়ারলাইনসের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইন করলেও ইমিগ্রেশন থেকে তাকে থামিয়ে দেওয়া হয়।

শেখ শাইরা শারমিন শেখ পরিবারের সদস্য। শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে তিনি। সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় তার ছোট ভাই।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, শাইরা শারমিনের বিদেশে যেতে এসবির ক্লিয়ারেন্স লাগবে। শেখ পরিবারের সবার বিদেশ ভ্রমণে এটি প্রযোজ্য। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে কড়াকড়ি অবস্থানে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

(শীর্ষনিউজ/ক.ম)