
shershanews24.com
প্রকাশ : ২১ মে, ২০২৫ ০৩:৫২ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা : রাখাইনে মানবিক সহযোগিতায় জাতিসংঘের করিডর প্রস্তাবনা নিয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি এবং হবেও না। করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে নয় বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (২১ মে) রাখাইন অঞ্চলকেন্দ্রিক মানবিক করিডোর ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি জানান, করিডোর নিয়ে আমাদের ওপর কোনো চাপও নেই। করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি। বর্তমান অবস্থায় করিডোরে কোনো প্রয়োজন নেই।
যতদিন রাখাইন অস্থিতিশীল থাকবে ততদিন রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
শীর্ষনিউজ/এনআরএফ