রবিবার, ১৮-মে ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
  • জাতীয়
  • »
  • সারা দেশে কখন, কোথায় হবে বজ্রবৃষ্টি জানালেন আবহাওয়াবিদ

সারা দেশে কখন, কোথায় হবে বজ্রবৃষ্টি জানালেন আবহাওয়াবিদ

shershanews24.com

প্রকাশ : ১৭ মে, ২০২৫ ১২:৪৭ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: সারা দেশে বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

আজ শনিবার  সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, আজ শনিবার (১৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে খুলনা ছাড়া অন্য ৭ বিভাগের বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লিখেন, বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর ওপরে:

রংপুর বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া জেলার ওপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লিখেন, ময়মনসিংহ বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সেই সঙ্গে ঢাকা বিভাগে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।

এদিকে সিলেট বিভাগে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগে পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার ওপরে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

আবহাওয়াবিদ আরও লিখেন, খুলনা বিভাগে দুপুর ২টার আগে খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ২টার পর থেকে রাত ১০টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছ।
শীর্ষনিউজ/এম