বুধবার, ১৪-মে ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
  • জাতীয়
  • »
  • ঈদের চাপ সামলাতে রেলের বগি বাড়ানো হচ্ছে: আসিফ মাহমুদ

ঈদের চাপ সামলাতে রেলের বগি বাড়ানো হচ্ছে: আসিফ মাহমুদ

shershanews24.com

প্রকাশ : ১৩ মে, ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ঈদে রেলপথে যাত্রীদের চাপ সামলাতে হয় রেলওয়ে কর্তৃপক্ষকে। তাই ঈদের সময় বগি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানিয়েছেন। 

সোমবার (১২ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। 

উপদেষ্টা লেখেন, ‘ঈদে রেলপথে যাত্রীদের চাপ সামলাতে বগি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।’

আসিফ মাহমুদ বলেন, ‘ঈদ যাতায়াত সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে অন্তর্বর্তী সরকার। ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, ছিনতাই সহ নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের যাবতীয় ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’

(শীর্ষনিউজ/ক.ম)