
shershanews24.com
প্রকাশ : ১১ মে, ২০২৫ ০৭:৫০ অপরাহ্নশীর্ষনিউজ, ডেস্ক:টানা পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। আজও দেশের বিভিন্ন এলাকায় গরম পড়েছে। তবে এই তীব্র তাপের মধ্যে সুখবর হলো, আজ দুপুরের পর থেকে দেশের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। যদিও রাজধানীতে বৃষ্টির দেখা নেই, লক্ষণও নেই। তবে রাজধানীবাসীর জন্যও আশার বানী শুনিয়েছেন আবহাওয়াবিদেরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য, আজ দেশের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর থেকে আজ নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হচ্ছে। নেত্রকোনায় কয়েকটি স্থানে বিকেলের দিকে বজ্রপাত হয়েছে।আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় আজ তাপমাত্রা সামান্য কমেছে।
আজ রাজধানীতে বিকেল ৫টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, গতকালের চেয়ে আজ তাপমাত্রা খানিকটা কমেছে। সিলেট বিভাগের প্রায় কোথাও আজ তেমন তাপপ্রবাহ নেই। ময়মনসিংহের কিছু স্থানে কমে গেছে। আবার আজ বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
দুপুরের পরই আজ বৃষ্টি শুরু হয়েছে। তিনটি স্থানে মোটামুটি বেলা তিনটার দিকে বৃষ্টি শুরু হয়। নেত্রকোনায় বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাত শুরু হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিধি বাড়তে পারে। এদিন রাজধানী বা ঢাকার আশপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শীর্ষনিউজ/ মৌসুমী