
shershanews24.com
প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৯:২৪ অপরাহ্নশীর্ষ নিউজ, ঢাকা: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক বার্তায় ড. ইউনূস বলেন, “এই বছরের উদযাপন এমন এক সময়ে এসেছে যখন শান্তি, সম্প্রীতি এবং ঐক্য গড়ে তোলার জন্য ভগবান বুদ্ধের শিক্ষা আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক।”
শীর্ষনিউজ/ফারুক