
sheershanews.com
প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৪:৩৬ অপরাহ্নশীর্ষনিউজ, ঢাকা: কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর কর্মীরা। রাজধানীর আগারগাওঁয়ের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সামনে তাদের এ কর্মবিরতি শুরু হয়েছে।
এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারির প্রতিবাদে রোববার (২৫ মে) সকাল ৯টা থেকে এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই অবস্থান নিয়েছেন তারা। সকাল থেকে এমন পরিস্থিতির কারণে কার্যত অচল হয়ে পড়েছে সংস্থাটি।
এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার।
এরপর থেকে প্রতিবাদ জানিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে আন্দোলন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ঐক্য পরিষদ। এ সময় দাবিগুলো তুলে ধরেন অতিরিক্ত কমিশনার এদিপ বিল্লাহ, উপ-কর কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী কর কমিশনার মো. ইশতিয়াক হোসেন।
তাদের দাবিগুলো হলো—নতুন অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানকে অপসারণ, রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ ওয়েবসাইটে প্রকাশ এবং অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ রোববার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাস্টম হাউস ও এলসি স্টেশন বাদে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। তবে এ সময় রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতায়মুক্ত থাকবে।
এ ছাড়া আগামীকাল সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবেন কর্মকর্তা-কর্মচারীরা।
শীর্ষনিউজ/এওয়াই