০৪:০৪ পূর্বাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫
  • রাজনীতি
  • »
  • মানবিক করিডর ও নিউমুরিং টার্মিনাল লিজ দেয়ার প্রতিবাদ

২৩ ও ২৪ মে সিপিবির দেশব্যাপী বিক্ষোভ 

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে ‘করিডর’ ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ২৩ ও ২৪ মে ২০২৫, শুক্র ও শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। 

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রোববার (১৮ মে ২০২৫) প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, অন্তর্বর্তী সরকার তার অন্যতম প্রধান কাজ ‘প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে- যা মোটেই গ্রহণযোগ্য নয়। 

বিবৃতিতে বলা হয়, রাখাইনে করিডর ও নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেয়া দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বের পরিপনন্থী। এ বিষয় সরকারের প্রেস সচিব বক্তব্য রাখতে যেয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব, বন্দর-করিডর সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, তা তার দায়িত্বের মধ্যে পড়ে না। এমনকি বামপন্থীদের সম্পর্কে যা বলেছেন, তা হাস্যকর। 

বিবৃতিতে করিডর, বন্দর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে শ্বেতপত্র প্রকাশ ও দেশ-মানুষের স্বার্থবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনও অজুহাতে নির্বাচন বিলম্বিত করা, সাম্রাজ্যবাদী ‘প্রক্সি ওয়ারে’র মধ্যে দেশকে জড়িয়ে ফেলাসহ দেশ ও জগণের স্বার্থবিরোধী যেকোনও কার্যক্রমের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দল, সংগঠন ও সচেতন মানুষকে যার যার অবস্থান থেকে ও ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। 

শীর্ষনিউজ/এওয়াই