০৫:০১ পূর্বাহ্ন রবিবার, ১১-মে ২০২৫

এপ্রিলে ধর্ষণের শিকার ১১১ নারী ও মেয়েশিশু, হত্যা ৭০: মহিলা পরিষদ

প্রকাশ : ০৪ মে, ২০২৫ ০৭:২৮ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা:  চলতি বছরের এপ্রিল মাসে দেশে ৩৩২ নারী ও মেয়েশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ১১১ জন। আর হত্যা করা হয়েছে ৭০ জনকে।

বাংলাদেশ মহিলা পরিষদের এপ্রিল মাসের ‘নারী ও কন্যা নির্যাতন–বিষয়ক তথ্য’ শীর্ষক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করেছে সংগঠনটি।

প্রতিবেদনে তুলে ধরা তথ্য অনুযায়ী, এপ্রিলে যে ৭০ জন নারী ও মেয়েশিশুকে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে পাঁচজনকে। যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছেন তিনজন। আর দুজন গৃহকর্মী। বাকি ৬০ জনকে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে এপ্রিল মাসে নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুদের মধ্যে ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দুজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়া ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ১২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এপ্রিলে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে চারজন। বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে দুজনকে। ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে দুজন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১২ জন। এর মধ্যে তিনজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে তিনজন। ৯ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। একজন সাইবার অপরাধের শিকার হয়েছে।

শীর্ষনিউজ


 

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত ট্রাম্পের
আ.লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
গণতন্ত্রবিরোধী পলাতক শক্তির সঙ্গে জনগণ কোনো আপস মানবে না
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর
ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবারকে তারেক রহমানের সহায়তা
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর 
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: প্রেসসচিব