১২:১০ পূর্বাহ্ন মঙ্গলবার, ২০-মে ২০২৫

এবার আইপিএলে দল পেলেন মুজারাবানি

প্রকাশ : ১৯ মে, ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে ভিড়িয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিদির পরিবর্তে জিম্বাবুয়ের এই পেসারকে অর্ন্তভূক্ত করে ফ্র‍্যাঞ্চাইজিটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামী ১১ জুন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। তাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২৫ মের পর লুঙ্গি এনগিদিকে পাবে না। সেই শূন্যস্থান পূরণ করতেই বিরাট কোহলির দল মুজারাবানিকে দলে নিয়েছে।

৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার পেসার আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন। কিন্তু তার প্রতি কেউ আগ্রহ দেখায়নি। বেঙ্গালুরু তাকে কিনলো ৭৫ লাখ রুপি দিয়ে। ২৬ মে থেকে চাইলে তাকে খেলাতে পারবে বেঙ্গালুরু। যদিও ওইদিন কোনো ম্যাচ নেই তাদের, পরের দিন খেলতে নামকে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।

বেঙ্গালুরু এরইমধ্যে প্লেঅফের টিকিট নিশ্চিত করে ফেলেছে। ১২ ম্যাচে ৮ জয়ে তাদের পয়েন্ট ১৭। এখন মিশন অন্তত সেরা দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করা। তাহলে মিলবে প্রথম কোয়ালিফায়ার খেলার টিকিট।

২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে কাজ করা মুজারাবানি ৭০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১.৭৬ গড়ে ৭৮ উইকেট নিয়েছেন। ১২ টেস্টে ৫১ ও ৫৫ ওয়ানডেতে তার উইকেটসংখ্যা ৬৯।
শীর্ষনিউজ/এনআরএফ