০১:২১ পূর্বাহ্ন শনিবার, ২৪-মে ২০২৫

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ২৩ মে, ২০২৫ ০৯:২২ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আর বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। কেবল তাই নয়, বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে যেসব বিদেশি শিক্ষার্থী রয়েছেন, অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। তা না হলে হারাতে হবে অভিবাসীর বৈধতা। তাদের স্থানান্তরের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ‘প্রতিশোধমূলক’ ও ‘অবৈধ’ দাবি করেছে হার্ভার্ড। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ও বৈচিত্র্যময় শিক্ষানীতির ওপর একটি বড় আঘাত হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
 
হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত ঘিরে হার্ভার্ডের নথি চাওয়ার বিষয়ে কয়েক দফা চিঠি চালাচালি ও আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তদন্তের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম এবং নিয়োগনীতি খতিয়ে দেখতে চেয়েছিল সরকার। তবে বারবারই এ অনুরোধকে আইনি ভিত্তিহীন ও স্বশাসনের পরিপন্থি বলে প্রত্যাখ্যান করে আসছিল হার্ভার্ড। 
 
হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা বিশ্ববিদ্যালয়টির মোট শিক্ষার্থীর প্রায় ২৭ শতাংশ। ফলে এই সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ব্যক্তি জীবনেই নয়, বরং হার্ভার্ডের একাডেমিক পরিবেশ ও বৈশ্বিক ভাবমূর্তিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শীর্ষনিউজ/এনআরএফ
 

এই পাতার আরো খবর