০৫:১৯ পূর্বাহ্ন সোমবার, ২৬-মে ২০২৫

মক্কায় হজযাত্রীদের হাঁটার পথ আরও প্রশস্ত ও আরামদায়ক করল সৌদি সরকার

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ০৩:৩৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : হজযাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করতে মক্কায় হাঁটার রাস্তা সম্প্রসারণ করেছে সৌদি আরব। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে এবার হজযাত্রীদের জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব রাস্তা তৈরি করেছে দেশটির কর্তৃপক্ষ।

নতুনভাবে সম্প্রসারিত এই পথটি নমিরাহ মসজিদ থেকে শুরু হয়ে আরাফাতের আল-মাশায়ের ট্রেন স্টেশন পর্যন্ত বিস্তৃত। রাস্তাটি ১৬ হাজার বর্গমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে, যা আগের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি জায়গা জুড়ে রয়েছে।

বিশেষ ধরনের রাবার-ভিত্তিক ‘ফ্লেক্সিবল রোড সেফটি’ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এই রাস্তার উপাদান এসেছে পুরনো গাড়ির টায়ার রিসাইকেল করে। পরিবেশবান্ধব এই পদ্ধতিতে তৈরি নমনীয় অ্যাসফাল্ট হজযাত্রীদের হাঁটার সময় গোড়ালি ও জয়েন্টের ওপর চাপ কমিয়ে দেয়, বিশেষত বয়স্ক যাত্রীদের জন্য, যারা মোট হাজিদের প্রায় ৫৩ শতাংশ।

সৌদি স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, হজের সময় পা ও গোড়ালির আঘাতজনিত দুর্ঘটনা ঘটে প্রায় ৩৮ শতাংশ ক্ষেত্রে। নতুন এই প্রযুক্তি ব্যবহারে সেই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে নেয়া এই প্রকল্প স্মার্ট সিটি ও টেকসই অবকাঠামো গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি পদক্ষেপ। রোডস জেনারেল অথরিটি (আরজিএ)-এর পরীক্ষায় দেখা গেছে, এই প্রযুক্তি হজযাত্রীদের জন্য হাঁটা আরও আরামদায়ক করে তুলবে।

শীর্ষনিউজ/এনআরএফ
 

এই পাতার আরো খবর