১১:২৫ অপরাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

ক্ষমা পেতে পারেন প্রিন্স হ্যারি, তবে ফিরতে হবে চারটি শর্তে

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ১০:২৯ পূর্বাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: একসময় ছিলেন রাজপরিবারের সোনার ছেলে। আজ তিনি ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে বিতর্কিত সদস্য। প্রিন্স হ্যারিকে ঘিরে এই রূপান্তর এখন ব্রিটিশ গণমাধ্যম ও সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। তবে নতুন এক ডকুমেন্টারিতে প্রশ্ন তোলা হয়েছে—তিনি কি আদৌ ক্ষমা পেতে পারেন? আর পেলে, কী শর্তে?

সম্প্রতি বিবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে প্রিন্স হ্যারিকে 'ভেঙে পড়া' ও 'মানসিকভাবে বিপর্যস্ত' দেখার পর, চ্যানেল ৫-এর ডকুমেন্টারি "Harry: Can He Ever Be Forgiven?" এই জটিল প্রশ্নটির জবাব খুঁজে ফিরেছে রাজপরিবারের প্রাক্তন প্রিয় এই সদস্যকে ঘিরে।

চ্যানেল ৫-এর ডকুমেন্টারি “Harry: Can He Ever Be Forgiven?”-এ দ্য মিরর পত্রিকার সহযোগী সম্পাদক কেভিন ম্যাগুয়ার বলেন, হ্যারির ফিরে আসা এবং নিজেকে পুনর্গঠনের গল্পটি হতে পারে এক অসাধারণ ‘রিডেম্পশন স্টোরি’—কিন্তু তার জন্য তাকে নিতে হবে চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ-

  • ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন
  • বাবা রাজা চার্লসের সঙ্গে সম্পর্ক মেরামত
  • রাজকীয় দায়িত্বে ফিরে আসা
  • জনসাধারণের ভালোবাসা পুনরুদ্ধার

তিনি বলেন, “হ্যারি যদি এই চারটি কাজ করতে পারেন, তাহলে এটা হবে একটা ঐতিহাসিক পুনর্মিলনের কাহিনি—বিলীন হওয়া এক রাজপুত্রের ফিরে আসা।”

শুধু কেভিন নন, আরও অনেকে বিশ্বাস করেন হ্যারি চাইলে রাজপরিবার এবং জাতির ভালোবাসা ফিরে পেতে পারেন। ব্রডকাস্টার এমিলি অ্যান্ড্রুজ বলেন, “আমি চাই হ্যারি ফিরে আসুক। সত্যি বলতে, এটা তার জন্যও ভালো হবে, যুক্তরাজ্যের জন্যও। যদি সে আবার জনসেবামূলক কিছু করে, তাহলে মানুষ মনে করবে—হ্যারি এখনও সেই চমৎকার মানুষ, যাকে একসময় আমরা এতটা ভালোবাসতাম।”

তবুও, ইতিহাস বলে—রাজপরিবারের ভেতর থেকেও অনেকেই একদিন হারিয়ে গিয়েছিলেন, কিন্তু আবার ফিরেও এসেছেন। প্রিন্স হ্যারিও কি পারবেন সেই গল্পে নিজের নাম লিখাতে?

শীর্ষনিউজ/এনআরএফ

এই পাতার আরো খবর