০৪:৩৯ পূর্বাহ্ন রবিবার, ১১-মে ২০২৫

ক্রোয়েশিয়া-নেদারল্যান্ডস-নরওয়ে সফর স্থগিত করলেন মোদি

প্রকাশ : ০৭ মে, ২০২৫ ০৩:০৪ অপরাহ্ন

শীর্ষনিউজ ডেস্ক: চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যরাতের হামলার পর এই অঞ্চলে যুদ্ধের নতুন দামামা বাজছে। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র সিএনএনকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।

নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিৃকত কাশ্মিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।

প্রতিবেশী দেশে সামরিক হামলার বিষয়ে মোদি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। সেখানে পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘‘গর্বের মুহূর্ত’’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

ভারতের এই প্রধানমন্ত্রী পাকিস্তানে নিখুঁত এবং সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন। এই অভিযানে ভুল হয়নি এবং সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

শীর্ষনিউজ/এম

এই পাতার আরো খবর

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লালমনিরহাটে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল
নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত ট্রাম্পের
আ.লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
গণতন্ত্রবিরোধী পলাতক শক্তির সঙ্গে জনগণ কোনো আপস মানবে না
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় 
জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যমুনায় চোখ ছাত্র-জনতাসহ রাজনৈতিক দলগুলোর
ঝিনাইদহে বজ্রপাতে মৃত দুই কৃষকের পরিবারকে তারেক রহমানের সহায়তা
গাইবান্ধায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর 
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আলোচনা করতেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক: প্রেসসচিব