১০:০২ অপরাহ্ন রবিবার, ২৫-মে ২০২৫

কান উৎসবে আলিয়ার চমক, আবারও মা হওয়ার গুঞ্জন

প্রকাশ : ২৫ মে, ২০২৫ ১২:১৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা : কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় এবারও আলো ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তবে তার চেয়ে বড় চমক—দর্শকদের চোখে ধরা পড়েছে অভিনেত্রীর সম্ভাব্য 'বেবি বাম্প', শুরু হয়েছে গুঞ্জন—আবার মা হতে চলেছেন আলিয়া।

পাক-ভারত উত্তেজনায় এবারের কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন না আলিয়া।  তবে শেষ পর্যন্ত সব জল্পনা কাটিয়ে শুক্রবার কান মঞ্চে হাজির হন তিনি। তার পরা হালকা গোলাপি স্ট্রাপলেস গাউনে ছিল এক অনন্য মাতৃত্বের ছোঁয়া—মিনিমাল সাজ, আত্মবিশ্বাসী হাঁটা আর মাতৃত্বের উষ্ণ আভা মিলিয়ে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে নতুন জল্পনা।

রণবীর-আলিয়ার প্রথম সন্তান রাহার বয়স এখন এক বছর। এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, ভবিষ্যতের জন্য একটি পুত্রসন্তানের নামও ভেবে রেখেছেন তারা।

যদিও দ্বিতীয় সন্তানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে কান উৎসবে আলিয়ার উপস্থিতি আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে।

শীর্ষনিউজ/এনআরএফ