০৪:৩৯ পূর্বাহ্ন শুক্রবার, ১৬-মে ২০২৫

শিক্ষার্থী হত্যার প্রতিবাদ: ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ 

প্রকাশ : ১৫ মে, ২০২৫ ০৪:০৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ পরিস্থিতিতে ক্লাস ও পরীক্ষা হচ্ছে না। 

এ হত্যার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদলও। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নেতাকর্মীরা শাহরিয়ার হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।

এছাড়া প্রশাসনের আধা বেলা শোক প্রত্যাখ্যান করে পূর্ণদিবস ক্লাস–পরীক্ষা বর্জন ও ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীদের একটি অংশ। বৃহস্পতিবার ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৫ মে) কোনো ক্লাস কিংবা পরীক্ষায় অংশগ্রহণ না করার ও সব প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিও জানিয়েছেন তারা।

(শীর্ষনিউজ/ক.ম)