০৩:১৭ পূর্বাহ্ন সোমবার, ১৯-মে ২০২৫

২৩ বারের মতো বাড়ল স্বর্ণের দাম 

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৩:৫৯ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: কমানোর দুদিন পরই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। রোববার (১৮ মে) সকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৭ হাজার ৯৯ টাকায়।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে দাম বাড়ানো হয়েছে। ১৫ মে স্বর্ণের দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছিলো ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা। দুদিনের ব্যবধানে ভরিতে বেড়েছে ১ হাজার ৩৬৫ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা।

এর আগে, চলতি বছর স্বর্ণের দাম কমানো হয়েছে মোট ৭ বার এবং বাড়ানো হয়েছে ২২ বার।

(শীর্ষনিউজ/ক.ম)