সোমবার, ১৯-মে ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
  • অপরাধ
  • »
  • নুসরাত ফারিয়াকে ডিবিতে জিজ্ঞাসাবাদ 

নুসরাত ফারিয়াকে ডিবিতে জিজ্ঞাসাবাদ 

shershanews24.com

প্রকাশ : ১৮ মে, ২০২৫ ০৫:৫৪ অপরাহ্ন

শীর্ষনিউজ, ঢাকা: ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার (১৮ মে) বিকেলে ডিবির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানায়, বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় নেওয়া হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে রোববার সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। 

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার 'আশিকী' চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয়। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।

(শীর্ষনিউজ/ক.ম)