শীর্ষনিউজ, ঢাকা: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় জমি নিয়ে বিবাদের স্থান থেকে কবির জোমাদ্দার নামে এক ছাত্রদল কর্মীকে আটকের পরে পুলিশ ভ্যান থেকে তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার পরপরই তাদের আটক করা হয়।
ছিনিয়ে নেয়া কবির জোমাদ্দার (২৮) পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য।
পুলিশ জানায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানের মোর্শেদা বেগমের জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম ভাড়াটিয়া লোক দিয়ে দখল করার সময় ভুক্তভোগী মোর্শেদা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। এসময় ভান্ডারিয়া থানা থেকে এস. আই মানিক লাল হাওলাদারের নেতৃত্বে একটি পুলিশের টিম সেখানে উপস্থিত হন। তখন ঘটনাস্থল থেকে পুলিশ কবির জোমাদ্দার নামের এক জনকে আটক করে পুলিশের গাড়ীতে করে থানায় নিয়ে আসার জন্য রওনা করে। পথে মঞ্জু মার্কেটের কাছে আসলে স্থানীয় কয়েকজন পুলিশের গাড়ি আটকে কবির জোমাদ্দারকে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশের উপরে হামলা চালায়।
হামলায় পুলিশের এস আই মানিক লাল হাওলাদার ও কনস্টোবল মানস কুমার দাস আহত হয়।
এ ঘটনার সময় ফেইসবুক লাইভে এসে আটক কবির নিজেকে জেলা ছাত্রদলের সদস্য দাবি করে পুলিশকে নানা হুমকি দেয়।
ভাণ্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, পুলিশের কাছে বাধা দেয়া ও পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ অভিযযান চালিয়ে দুই জনকে আটক করেছে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। অপরদিকে মোর্শেদা বেগমের জমি জবর দখল করে দেয়ার অপরাধে আরও একটি মামলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে, পিরোজপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি ঘটনাটি শুনেছেন বলে জানান। পাশাপাশি কবির জোমাদ্দার জেলা ছাত্রদলের সদস্য বলেও নিশ্চিত করেন।
শীর্ষনিউজ/ বান্না