shershanews24.com
ইসলামাবাদকে হারিয়ে ফাইনালে সাকিব-রিশাদের লাহোর
শনিবার, ২৪ মে ২০২৫ ০৯:৩৩ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডকে ৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরের ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন লাহোরের বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে দলকে জয়ের বন্দরে পৌছাইতে সহায়তা করেন এই লেগি। ৩৪ রানে ৩ উইকেট শিকার করেছেন এই বাংলাদেশি।

শুক্রবার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে আগে ব্যাট করে ৮ উইকেটে ২০২ রানের বিশাল পুঁজি গড়ে লাহোর। জবাবে ১৫.১ ওভারে ১০৭ রানে অলআউট হয় ইসলামাবাদ।

লাহোরের হয়ে কুশল পেরারা ৩৫ বলে ৬১, মোহাম্মদ নাইম ২৫ বলে ৫০, আব্দুল্লাহ শফিক ২৪ বলে ২৫, ভানুকা রাজাপাকসে ১৩ বলে ২২ রান করেন।

এই ম্যাচেও রান পাননি সাকিব আল হাসান।  আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ একাদশে সুযোগ পায়নি। কালান্দার্সের একাদশের ৪ বিদেশির মধ্যে দুইজন বাংলাদেশি ও দুইজন শ্রীলঙ্কান। 

রিশাদের দিনে ব্যাটের মতো বল হাতেও সুবিধা করতে পারেননি সাকিব। ৩ ওভারে ২৭ রান খরচা করে ছিলেন উইকেটশূন্য।

আর ইসলামাবাদের হয়ে সর্বোচ্চ ৩৩ রান (২৬ বলে) করেন সালমান আলী আগা। শাদাব খান ১৪ বলে ২৬, বাকিদের কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

আগামীকাল রোববার  কোয়েটা গ্লাডিয়েটরসের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর।

রিশাদ ছাড়াও লাহোরের হয়ে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন শাহিন শাহ আফ্রিদি ও সালমান মির্জা। আর ইসলামাদের হয়ে সেরা বোলিং ফিগার তাইমাল মিলসের, ৪২ রানে ৩ উইকেট।

শীর্ষনিউজ/এনআরএফ