shershanews24.com
চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে রাতে মাঠে নামছে হামজার দল
শনিবার, ২৪ মে ২০২৫ ০৯:১৩ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা:  চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে রাতে মাঠে নামছে হামজা দেওয়ান চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এ ম্যাচ জিতলেই ইপিএলে প্রোমোশন পাবে শেফিল্ড। প্লে অফের দুই সেমিতেই দারুণ পারফর্ম করা হামজা খেলবেন এ ম্যাচেও। শনিবার (২৪ মে) খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ১ মিনিটে।

বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় ১০ জুনের। দেশের মাটিতে সেদিন হবে হামজা চৌধুরীর অভিষেক। যে ম্যাচের হাইপ উঠেছে চরমে। দেশের ফুটবল ইতিহাসে যে ম্যাচ হতে যাচ্ছে মাইলফলকের।

তবে তার আগেই বিগ ম্যাচে, বিগ টেস্ট দিতে হবে হামজা চৌধুরীকে। শেফিল্ড ইউনাইটেডকে ইপিএলে প্রোমোশন এনে দেয়ার পরীক্ষায় বাংলাদেশ ফুটবলের পোস্টারবয়।

 চ্যাম্পিয়নশিপের প্লে অফের সেমিফাইনালে সহজ জয়ই পেয়েছে শেফিল্ড। দুই লেগ মিলিয়ে ব্রিস্টলের জালে ওরা দিয়েছে ৬ গোল, বিপরীতে সুরক্ষিত রেখেছে নিজেদের পোস্ট। এবার ব্লেডসের সামনে সান্ডারল্যান্ড।

এ ম্যাচটার মূল্য অনেক। জিতলেই মিলবে ইপিএলে প্রোমোশন। সঙ্গে ক্লাবের ফান্ডে যোগ হবে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৬৫ কোটির বেশি টাকা। তাই কোনোভাবেই সুযোগ হেলায় হারাতে চায় না ব্লেডস। ওয়েম্বলির বিগ ফাইনালের আগে অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে শেফিল্ড ফুটবলারদের।

তবে এ ম্যাচে একজনের দিকে একটু আলাদা নজর থাকবে সবার। তিনি আর কেউ নন, হামজা চৌধুরী। মিডফিল্ডার হলেও, প্লে অফ সেমিফাইনালের দুই লেগেই খেলেছেন রাইট ব্যাক হিসেবে। পজিশন পরিবর্তন হলেও পারফরম্যান্সে ছিল রক সলিড। তাই কোচ ক্রিস উইল্ডার গুরুত্বপূর্ণ ফাইনালেও হামজাকে রাইট ব্যাকে খেলাবেন। চিরচেনা ৪-৪-২ ফর্মেশনেই দল মাঠে নামাবেন শেফিল্ড বস।

অবশ্য শেফিল্ডে গিয়ে এই প্রথম রাইট ব্যাকে খেলছেন না হামজা। চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচেও এই পজিশনে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

প্লে অফ ফাইনালটাই শেফিল্ডের জার্সিতে হতে পারে হামজার শেষ ম্যাচ। লেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার, ৩১ মে পর্যন্ত ধারে খেলবেন শেফিল্ডে। এরপর আবারো তাকে ফিরে যেতে হবে লেস্টারে। সম্প্রতি যারা অবনমিত হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। তবে অল্প কমাসে শেফিল্ডে যে পারফর্ম করেছেন হামজা, তাতে এই ফুটবলারের সঙ্গে স্থায়ী চুক্তি করতে পারে ক্লাবটি। তবে সবই নির্ভর করছে প্লে অফ ফাইনালের ফলাফলের উপর।

শীর্ষনিউজ/ বান্না