shershanews24.com
টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ম্যাথিউজ
শুক্রবার, ২৩ মে ২০২৫ ০৫:১১ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : আগামী ১৭ জুন গলে শুরু হতে যাওয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট খেলেই জাতীয় দলের সাদা জার্সি তুলে রাখবেন সাবেক লঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৬ বছরের ক্যারিয়ারের সমাপ্তি টানলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার। টেস্ট থেকে অসবর নিলেও জাতীয় দলের প্রয়োজনে সাদা বলের ক্রিকেটে খেলতে প্রস্তুত তিনি।  

এ বছরেরর জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ও সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এর মধ্যে ১৭ জুন শুরু হওয়া টেস্ট ম্যাচ খেলবেন ম্যাথিউজ।  আরএই ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে ১১৯ টেস্ট খেলা অলরাউন্ডারের টেস্ট ক্যারিয়ার।

২০০৯ সালে টেস্ট অভিষেকের পর থেকে শ্রীলঙ্কার দলে নিয়মিত ক্রিকেটার ছিলেন ম্যাথিউজ। তবে গেল এক বছর ধরে সাদা বলের স্কোয়াডে দেখা যায়নি তাকে।

ম্যাথিউজ বলেন, গত ১৭ বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সর্বোচ্চ সম্মান এবং গর্বের বিষয়। আমি ক্রিকেটকে সবকিছু দিয়েছি, আর ক্রিকেটও আমাকে ফিরিয়ে দিয়েছে সবকিছু। আমাকে গড়ে তুলেছে আজকের এই মানুষ হিসেবে। টেস্ট ফরম্যাটকে বিদায় জানালেও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর আমি সাদা বলের ক্রিকেটের জন্য নির্বাচনের জন্য প্রস্তুত থাকবো, যদি ও যখন আমার দেশ আমাকে প্রয়োজন মনে করে।

 শ্রীলঙ্কার হয়ে ৩৪টি টেস্টে অধিনায়কত্ব করেছেন ম্যাথিউজ। যার মধ্যে ২০১৪ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় অন্যতম, যেখানে দ্বিতীয় ইনিংসে তার ১৬০ রানের ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়।

ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কার ইতিহাসে কুমার সাঙ্গাকারার (১২,৪০০) ও মাহেলা জয়বর্ধনের (১১,৮১৪) পরেই ম্যাথিউজের নাম।  ১৬ টি শতকসহ তার রান ৮১৬৭। সাথে তার ঝুলিতে জমা করেছেন ৩৩ উইকেট।
শীর্ষনিউজ/এনআরএফ