শীর্ষনিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে’ এই স্লোগানকে সামনে রেখে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
সমাজের অসহায় দরিদ্র পিছিয়ে পড়া জনগোষ্টি ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে উচ্চ আদালতে না গিয়েও গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে সে বিষয় কে সামনে রেখে সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের কে নিয়ে গত ১৮ মে থেকে সদর উপজেলার সম্মেলন কক্ষে এই কর্মশালার শুরু হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীদ্রনাথ রায়, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হাই সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার মোহা. মিজানুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা মুন্সি ফিরোজা সুলতানা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষন চলাকালীন সময়ে ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাম আদালতের প্রশিক্ষন ভেন্যু পরিদর্শন করেন এবং গ্রাম আদালতের মাধ্যমে গ্রামের ছোটখাটো বিবাদ মিমাংশা ও গ্রাম আদালত প্রতিষ্ঠায় ইউপি সদস্যদের যে গরুত্বপূর্ন দায় দায়িত্ব আছে সেগুলো সঠিক ভাবে গুরুত্বের সাথে পালন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো. আজিজুর রহমান ও নূরুল মোমেন রইছ। ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায় ’বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’র সহায়তায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের সদস্যদের নিয়ে মোট ৮টি ব্যাচে এ প্রশিক্ষণ পর্যায়ক্রমে সম্পন্ন হবে।
শীর্ষনিউজ/এ. সাঈদ