শীর্ষনিউজ, ঢাকা: সরকারি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে অনিয়মের অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম বিপিসি কার্যালয়ে অভিযান পরিচালনা করছে।
মঙ্গলবার দুদকের উপ-পরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, সিলিন্ডারজাত সরকারি গ্যাস বিক্রিতে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। মাত্র ৬৯০ টাকার সরকারি এলপি গ্যাস বাজার থেকে কীভাবে উধাও হয়ে যাচ্ছে বা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে- তা খতিয়ে দেখতেই এ অভিযান চালানো হচ্ছে।
শীর্ষনিউজ