shershanews24.com
করাচিকে বিদায় করে ফাইনালের আশা বাঁচাল লাহোর
শুক্রবার, ২৩ মে ২০২৫ ০৯:৪০ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: লাহোর কালান্দার্সের বিদেশিদের তালিকা দেখলে চমকে ওঠার মত কথা। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন এই তিন বাংলাদেশি আছেন কালান্দার্সের বিদেশি কোটার স্কোয়াডে। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসান একাদশে থেকে বোলিংয়ে দারুণ শুরু করলেও পরে আর তাকে দিয়ে করানো হয়নি বল।  তবে সাকিব-মিরাজদের দল লাহোর কালান্দার্স ঠিকই উৎড়ে গেছে এলিমিনেটরে।

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন করাচি কিংসকে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে ঘরের মাঠের লাহোর। এতে বিদায় হয়ে গেছে করাচির।

করাচিকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিব-মিরাজদের লাহোর

শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শাদাব খানের ইসলামাবাদ ইউনাইটেডের মোকাবেলা করবেন সাকিবরা। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল করাচি। টিম শেইফার্ট ৮ বলে ১৬ করে ফিরলেও দলকে উড়ন্ত সূচনা দেন অধিনায়ক ওয়ার্নার। ৫২ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৫ করেন তিনি। শেষদিকে খুশদিল শাহর ১৪ বলে ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায় করাচি।

সাকিব ১ ওভার বল করে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নিলেও অধিনায়ক শাহিন আফ্রিদি তাকে আর বোলিংয়ে আনেননি।

জবাবে ফখর জামান আর আবদুল্লাহ শফিকের ব্যাটে জয়ের ভিত পেয়ে যায় লাহোর। ফখর ২৮ বলে করেন ৪৭ রান। শফিক ৩৫ বলে ৩ চার আর ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের বিধ্বংসী ইনিংস। শেষদিকে কুশল পেরেরা ২৪ বলে ৩০ আর ভানুকা রাজাপাকসে ১২ বলে অপরাজিত ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় লাহোর। সাকিবের ব্যাটিংয়ে নামার দরকার পড়েনি।

শীর্ষনিউজ/এনআরএফ