shershanews24.com
ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

আসিফ কাজল, ঝিনাইদহ:

ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিংমলসহ বিভিন্ন ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকালে এই অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃফারুক আযম, বিএসটিআই’র ফিল্ড অফিসার দীপংকর দত্ত, আদালতের নাজির হাবিবুর রহমান ও আসাফ উদ-দৌলা মাসুমসহ পুলিশের একটি টিম।

অভিযানে পরিমাপে কম দেওয়ার দায়ে তাজ ফিলিং ষ্টেশনকে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনের ৪৬ ধারা অনুযায়ী, ২৫ হাজার ও কালাম ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার নগদ অর্থ অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

অন্যদিকে শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিং মলে নকল প্রসাধনী রাখা ও বিক্রির দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম জানান, ফিলিং ষ্টেশনে ওজন ও পরিমাপ আইনে এবং শপিং মলে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই’র একটি টিম উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে