shershanews24.com
ফুলবাড়ীতে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ০৭:২৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ডে ড্রাগিস্টস্ সমিতি’র আহব্বানে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে ঔষধ ব্যবসায়ীদের ৪ দফা দাবী আদায়ে বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র আহব্বানে ঘণ্টাব্যাপি মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ফুলবাড়ী উপজেলা শাখার আহব্বায়ক মো. আনিসুর রহমান (আনিস) তিনি বলেন, আমাদের চার দফা দাবি মেনে নিতে হবে।
চার দফা দাবীর মধ্যে রয়েছে- ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।

কিন্তু কোম্পানিগুলি তাদের ইচ্ছামত ঔষধ এর মূল্য বৃদ্ধি করছে। এবং কোম্পানিগুলি তাদের ইচ্ছামত লাইসেন্স বিহীন ঔষধের দোকানগুলিতে ঔষধ সরবরাহ করছে। এসব অনিয়ম বন্ধ করতে হবে। তা না হলে সারা বাংলাদেশ ঔষধ ব্যবসায়ীরা আন্দোলনে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্টস্ আন্ড ড্রাগিস্টস্ সমিতি’র ফুলবাড়ী শাখার কার্যকারী কমিটির সদস্য আলহাজ্ব আরমান বাদশা, আখেরুজ্জামান, মো. রায়হান কাদির, উত্তম কুমার, অর্জুন কুমার, আতাউর রহমান, মতিউর রহমান, মাসুদ রানা।
মানববন্ধনে প্রায় দুই শতাধিক ঔষধ ব্যবসায়ী অংশ নেন।

শীর্ষনিউজ/এ. সাঈদ