shershanews24.com
শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ০৬:৪২ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় জিসান (১৭) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনার ঘটে। এসএসসি পরীক্ষার্থী নিহত জিসান উপজেলার বড়দাহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলো। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার মৃত্যুর ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসছে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন শিকারী বলেন, ‘লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

শীর্ষনিউজ/এ. সাঈদ