শীর্ষনিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)। সংস্থাটির তথ্য মতে, আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। বৃহস্পতিবার (২২ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুপারকোর এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্যোতির্বিদ্যার তথ্য এবং আধুনিক পর্যবেক্ষণ কৌশলের ভিত্তিতে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। জ্যোতির্বিদ্যার মডেল অনুসারে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে ২৭ মে।
বিবৃতিতে বলা হয়েছে, ২৭ মে পাকিস্তানে চাঁদের বয়স সূর্যাস্তের সময় প্রায় ১১ ঘণ্টা ৩৪ মিনিট হবে। তবে সবচেয়ে অনুকূল আবহাওয়ার মধ্যেও দেশজুড়ে চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত কম। কেননা সূর্যাস্ত এবং চাঁদের অস্তের মধ্যে মাত্র ৩৭ মিনিটের ব্যবধান থাকবে।
কমিশন জানিয়েছে, ২৯ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। এ হিসাবে পাকিস্তানে ঈদুল আজহা ৭ জুন উদযাপিত হবে।
এতে আরও বলা হয়েছে, চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল। তারা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং আবহাওয়ার অবস্থার ওপর ভিত্তি করে তারিখ নির্ধারণ করবে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল আজহা উপলক্ষে চারদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ৫ জুন আরাফাত দিবস এবং ৬ জুন ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে এই ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে এখানেও চূড়ান্ত তারিখ নির্ভর করছে চাঁদ দেখার ওপর।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে, ফলে চাঁদ দেখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সে অনুযায়ী ২৮ মে জিলহজ মাস শুরু হতে পারে এবং ৬ জুন ঈদ উদযাপিত হতে পারে।
(শীর্ষনিউজ/ক.ম)