shershanews24.com
জয়পুরহাটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ০৬:১৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাট:  জয়পুরহাটে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ক্রেনের সাহায্যে তেলবাহী ট্যাংকারের লাইনচ্যুত বগি উদ্ধার করা হয়।

বুধবার  রাত পৌনে ১০টার দিকে পার্বতীপুর - সান্তাহার  রেলপথের  জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায়  দুর্ঘটনা ঘটে। এতে  ঢাকা- খুলনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কয়েকটি আন্তঃনগর ট্রেনের ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বাংলাদেশ রেলওয়ের পরিবহন ব্যানিজিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা  পার্বতীপুরগামী  একটি তেলবোঝাই ট্রেন জয়পুরহাট স্টেশন অতিক্রম করে পুরানাপৈল  এলাকায় পৌঁছানো মাত্রই একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস এবং পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

তেলবাহী ট্যাংকার উদ্ধারের জন্য পার্বতীপুর  থেকে উদ্ধারকারী ক্রেন আনা হয়। বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে