shershanews24.com
আমিরাতের কাছে সিরিজ হেরে যে রেকর্ড গড়ল বাংলাদেশ!
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে অস্ট্রেলিয়া হয়ে গেল বাংলাদেশের কাছে! একেবারেই অচেনা এই বাংলাদেশ শেষ পর্যন্ত আইসিসির সহযোগি দেশ আমিরাতের সঙ্গে সিরিজ হারল। তাও আবার তিন বিভাগেই স্বাগতিকদের কাছে হারল সফরকারীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে অন্তত শেষ পর্যন্ত লড়াই করেছিল লিটনরা। কিন্তু তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশকে লড়াইয়ে দেখাই যায়নি কোনো পর্যায়ে। ফলে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হেরে যায় টাইগাররা। অধিনায়ক লিটন দাস হয়তো এই স্মৃতি আর মনে করেতে চাইবেন না। 

আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচটা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সবমিলিয়ে সহযোগী দেশের বিপক্ষে এটি বাংলাদেশের ১১তম হার। অফিসিয়াল ম্যাচের হিসেবে ১০ম ম্যাচে। সিরিজ বিবেচনায় ৩য় সিরিজ হার। সবশেষ এক বছরের মধ্যে দু'বার আইসিসির সহযোগী দেশের কাছে হেরেছে বাংলাদেশ।

কাকতালীয়ভাবে, ২০২৪ সালে ২১ মে তারিখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০২৫ সালে এসেও ২১ মে তারিখেই আরব আমিরাতের কাছে হারতে হলো সিরিজ। আর সেটাই টাইগার ক্রিকেটে লজ্জাজনক দুই বিশ্ব রেকর্ডের স্বীকৃতি এনে দিয়েছে।

টেস্ট ক্রিকেটের শীর্ষস্তরে বা টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা ৯ দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে সহযোগী সদস্যদের কাছে ১০ টি-টোয়েন্টি হেরেছে বাংলাদেশ। ৫ হারের রেকর্ডও অবশ্য অন্য কোনো দেশের নেই। দ্বিতীয় সর্বোচ্চ ৪ টি-টোয়েন্টি হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। 
শীর্ষনিউজ/এনআরএফ