shershanews24.com
নির্বাচনের দাবিতে যশোরে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বুধবার, ২১ মে ২০২৫ ০৯:৫৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, যশোর: নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর দালালদের গ্রেপ্তার এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে যশোর শহরে মশাল মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

বুধবার (২১ মে) সন্ধ্যায় শহরের বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমীর ফয়সাল। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, আলী হায়দার রানা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর শেখ হাসিনার সরকারের পতন হলেও তার দোসররা এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল রয়েছে। অথচ সরকার তাদের গ্রেপ্তার না করে বরং পুনর্বাসনের চেষ্টা করছে।কোনো প্রকার টালবাহানা না করে দ্রুত একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

শীর্ষনিউজ/এ. সাঈদ