shershanews24.com
শহরে রেল লাইনের দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
বুধবার, ২১ মে ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঝিনাইদহ শহরে রেলপথ স্থাপনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহরে রেলপথ চাই বাস্তবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে রেল আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আরিফা ইয়াসমীন লিম্পা, মুখ্য সংগঠক আনোয়ার ফিরোজ মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইফাজ তানভির মিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম ও কার্যকরী সদস্য পারভীন সুলতানা ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম ওয়াজেদ হোসেনসহ ঝিনাইদহ শহরের সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে ঝিনাইদহ শহরে রেল লাইন নির্মানের ঘোষনা দিয়ে মাগুরার সঙ্গে নির্মান কাজ শুরুর দাবি জানান।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এ. সাঈদ