shershanews24.com
মেহেরপুরে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বুধবার, ২১ মে ২০২৫ ০৬:৪১ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে তোফাজ্জল হোসেন,  সাধারণ সম্পাদক পদে সাহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ইউনিয়নের তালিকাভূক্ত বিএনপির নেতৃবৃন্দ সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করেন। 

কাজী মিজান মিননের সঞ্চালনায়  জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, মো. আব্দুল্লাহ, এম এ খায়রুল বাশার, হাফিজুর রহমান, ওমর ফারুক লিটন, মকবুল হোসেন মেঘলা সহ স্থানীয় নেতৃবৃন্দ।


শীর্ষনিউজ/এ. সাঈদ