shershanews24.com
কবিতা দাশের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ  সাবেক মহিলা কাউন্সিলরকে গ্রেফতারের দাবি 
বুধবার, ২১ মে ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির অর্থ আত্মসাৎ ইস্যুকে কেন্দ্র করে সমিতির আদায়কারী কবিতা দাশের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন। 

অভিযুক্ত কবিতা দাশ পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর।

কবিতা দাশকে জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ‘লুটের রাণী’ উল্লেখ করে মঙ্গলবার (২০ মে) বিকেলে সরল বাজারের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জাকির হোসেন। 

জাকির হোসেন বলেন, কবিতা দাশ আমাকে জড়িয়ে কথিত একটি সংবাদ সম্মেলন করেন। যেখানে তিনি উল্লেখ করেছেন আমরা তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি এবং তার বসতবাড়ি থেকে আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্নলংকার লুট করেছি; যা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক ছাড়া আর কিছুই নয়। 

তিনি আরও বলেন, কবিতা দাশ ১৬ মে হাসপাতালে বলেছেন ৪/৫ শ মহিলা এবং সংবাদ সম্মেলনে ৪০/৫০ জনের কথা বলেছেন। তার এ ভিন্ন ভিন্ন বক্তব্য প্রমাণ করে তিনি মিথ্যা বলছেন।

তিনি আরও বলেন, জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির নিকট প্রায় দুই হাজার গ্রাহকের জমাকৃত ৫ কোটি টাকা গচ্ছিত রয়েছে। এ টাকা ফেরত পাওয়ার জন্য সমিতির অফিসসহ বিভিন্ন স্থানে একাধিক শালিসি বৈঠক হলেও এর কোন সুরাহা হয়নি। সুরাহা না হওয়ার অন্যতম কারণ কবিতা দাশ সমিতির ৯৩ টি রশিদ বই উধাও করে দিয়েছেন। যার কোন হদিস নাই। 

এরই ধারাবাহিকতায় বিক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা গত ১৬ মে কবিতার বাড়িতে গিয়ে তার কাছে টাকা ফেরত চায়। এসময় গ্রাহকদের সাথে তার কথা কাটাকাটি শুরু হলে সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর গ্রাহকদের নিবৃত করতে আমাকে এবং বিএনপি নেতা মোস্তফাকে কবিতার বাড়িতে ডেকে নিয়ে যায়। আমরা তৈয়েবুর রহমানের কথা অনুযায়ী সেখানে গিয়ে গ্রাহকদের নিবৃত করে ফিরিয়ে নিয়ে আসি এবং কবিতাসহ আমরা সবাই সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দিন গাজী এবং সমিতির সভাপতি মোহাম্মদ আলী গাজীর বাড়িতে যাই। সেখানে কবিতা যে স্বীকারোক্তি দেয় তার রেকর্ড সংবাদ সম্মেলনে শোনানো হয়। যেখানে কবিতা ২৭ লক্ষ টাকা ফেরত দিতে চান বলে তিনি উল্লেখ করেছেন। 

জাকির হোসেন আরও বলেন তিনি আমাকে শ্রমিক লীগ পরিচয়ে অপপ্রচার করছেন; যা আদৌ সঠিক নয়। আমি পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলাম এবং ২০১৮ সালের নাশকতার মামলার আসামি ছিলাম। প্রকৃত পক্ষে সমিতির গ্রাহকদের টাকা ফেরত না দেয়ার জন্য কবিতা আমাকে এবং বিএনপি নেতা মোস্তফাকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধরনের অপপ্রচার ও অপচেষ্টা করে যাচ্ছেন। মিথ্যা মামলার হুমকি দেয়াসহ আওয়ামী দোসর হয়ে কবিতা দাশ বিভিন্ন সংস্থার প্রোগ্রামে অংশ গ্রহণ করছেন। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে জাকির হোসেন কবিতার মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে কবিতা দাশকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এসময় সমিতির সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন। 

শীর্ষনিউজ/এওয়াই