shershanews24.com
কোন নির্বাচন আগে হবে সিদ্ধান্ত নেবে সরকার: ইসি আবুল ফজল 
বুধবার, ২১ মে ২০২৫ ০৪:২৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে কোনটি আগে হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার। নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন অনুষ্ঠান করা। এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এনসিপির চলমান আন্দোলন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। 

বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকরা জানতে চাইলে আবুল ফজল এসব বলেন। সাংবাদিকদের সঙ্গে কমিশনার কথা বলার সময় নির্বাচন ভবনের প্রবেশমুখে বিক্ষোভ করছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

ইসি পুনর্গঠনের জন্য এনসিপির দাবির বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।’

কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি প্রশ্ন তুলেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের ওপর তারা মন্তব্য করতে চান না। তবে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, করে যাবে।

স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবির বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আ সিকুয়েন্সিং অব ইলেকশন, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, এটা ইসির হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে, পরে হবে। ইসির দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা।’

(শীর্ষনিউজ/ক.ম)