shershanews24.com
পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার-৬
বুধবার, ২১ মে ২০২৫ ০৪:১০ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক তদন্ত মো. ইদ্রিসুর রহমান এর নেতৃত্বে পাইকগাছা থানার মামলা নাম্বার ১৪ তারিখ ২৯/০৮/২০২৪ এর আসামি মো. বজলুর রহমান (৫৯),মামলা নম্বর- ১৩, তাং- ১৮/০৫/২৫ ইং এর আসামি মো. হানিফ সানা (৩৬), সিআর ১৫৬/২৩ এর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামি বিপ্লব কুমার, সিআর ১৫/১৮ এর আসামি মো. মালেক মোড়ল, সিআর সাজা নং-২৯০/১২ এর আসামি পেরা আলী,সি আর নং- ৭৮৭/২৩ এর আসামি মো. তরিকুল ইসলামকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি ( তদন্ত ) মো. ইদ্রিসুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শীর্ষনিউজ/এওয়াই