shershanews24.com
বাড়ছে নদীর পানি, উদ্বিগ্ন নদী তীরবর্তী এলাকার মানুষ
বুধবার, ২১ মে ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

হাসান উল আজিজ, লালমনিরহাট: নদ-নদীর পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের নদী তীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে  তিস্তা ধরলা, সানিয়াজানসহ সবগুলো নদীর পানি বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। নদী তীরবর্তী এলাকার ভুট্টা বাদাম সহ বিভিন্ন ফসলি জমি তলিয়ে গেছে।  

লালমনিরহাটের তিস্তা ব্যারেজে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৩২ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অন্যদিকে, শিমুলবাড়ী পয়েন্টে ধরলা নদীর পানি ছিল ২৮ দশমিক ৫০ মিটার (বিপৎসীমা ৩০ দশমিক ৮৭ মিটার।

লালমনিরহাট সদরের খুনিয়াগাছ গ্রামের বাহার মিয়া (৬৬) বলেন, ‘কয়েক দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। তাই তিস্তার পানি প্রতিদিনই বাড়ছে। বুধবার সকাল থেকে আরও দ্রুত বাড়ছে। এভাবে পানি বাড়তে থাকলে চরাঞ্চলে বন্যা দেখা দিতে পারে’।  

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনই বন্যার কোনো আশঙ্কা নেই।

লালমনিরহাটের পাউবোর নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, 'তিস্তার পানি কিছুটা বেড়েছে, তবে বিপৎসীমার অনেক নিচে আছে। তাই এখনই আমরা বন্যার কোনো আশঙ্কা দেখছি না'।  

শীর্ষনিউজ/প্রতিনিধি/এমকে