shershanews24.com
টানা সপ্তম দিনের মতো নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের বিক্ষোভ
বুধবার, ২১ মে ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও নগর ভবনে বিক্ষোভ-মিছিল করছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

এরই ধারাবাহিকতায় বুধবার (২১ মে) সকাল ১০টার পরে নগরভবনের ভেতরে ও বাইরে মিছিল করেন তারা।  

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে দুপুরে আদেশ দেয়ার কথা রয়েছে।
 
বুধবার (২১ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেবেন।
 
মঙ্গলবার (২০ মে) বিকেলে একই বেঞ্চ শুনানি শেষে এদিন ঠিক করেছেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন।

শীর্ষনিউজ/এনআরএফ