জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ ইলিয়াস মোল্লা ওরফে মিঠু (৫০) কে পুলিশ গ্রেপ্তার করেছে। মিঠু ওই ইউনিয়নের বড় নুরপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, তার নির্দেশে থানার এসআই এনায়েত শিকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বড় নুরপুরে অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট দুপুরে আনুমানিক সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থী, অভিভাবকসহ, শিক্ষক ও সাধারণ জনগণ আন্দোলনে অংশগ্রহণ করছিল।
এ সময় মিঠুসহ এজাহার নামীয় অন্যান্য ১৪ জন ও অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালায় এবং এলোপাতাড়ি গুলি ছুড়ে।
ঐ সময় জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ বহু আন্দোলনকারী আহত হন।
এ ঘটনায় শিক্ষার্থী মোঃ জিসান হোসাইন খান বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মোঃ ইলিয়াস মোল্লা ওরফে মিঠু কে পুলিশ গ্রেপ্তার করেছে।
শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে