শীর্ষনিউজ, ঢাকা: গায়ক মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুরে নোবেলকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সোমবার দিবাগত রাতে নোবেলকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।
ডেমরা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সাথে ভুক্তভোগীর পরিচয় হয়। এরপর নোবেলের সঙ্গে ভিকটিমের মাঝে মধ্যে মুঠোফোনে যোগাযোগ হতো। ২০২৪ সালের ১২ নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে। একপর্যায়ে বাসার স্টুডিও দেখানোর উদ্দেশে নিজ বাসায় নিয়ে যায় নোবেল। এরপর আরও দুই থেকে তিনজন অজ্ঞাত সহযোগীর সহায়তায় নোবেলের বাসায় তাকে আটকে রাখা হয়।
ঘটনার সময় নোবেল ভিকটিমের মোবাইল ভেঙে ফেলে। এছাড়া, নেশাগ্রস্ত অবস্থায় মারধর করে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। মে মাসের ১৯ তারিখ ২০২৫ পর্যন্ত ভুক্তভোগীকে আটক রাখেন বলে নোবেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
(শীর্ষনিউজ/ক.ম)