শীর্ষনিউজ, ঢাকা: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফরিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে তিনি কারাগার থেকে বের হন।
এর আগে মঙ্গলবার সকালে নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে নুসরাতকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তথ্য অনুযায়ী ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক (৩৫)। ৩ মে তিনি ঢাকার সিএমএম আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীকে আসামি করা হয়।
আদালতের নির্দেশে মামলাটি ৩ মে এজাহার হিসেবে রেকর্ড হয়। মামলা করার দুই সপ্তাহ পর গ্রেপ্তার করা হয় নুসরাতকে।
(শীর্ষনিউজ/ক.ম)