shershanews24.com
ধর্ষণ মামলায়  নোবেল কারাগারে
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা:  অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। 

এদিন তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পরিদর্শক মুরাদ হোসেন তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এসময় নোবেলের পক্ষে তার আইনজীবী মা ও জসিম উদ্দিন জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধীতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷ 

এর আগে সোমবার রাতে ডেমরার সারুলিয়া এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, ২০২৩ সালেও নোবেলকে গ্রেফতার করেছিলো ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হয়েছিলেন তিনি।

শীর্ষনিউজ/এওয়াই