shershanews24.com
টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য পোশাক কারখানা বন্ধ ঘোষণা
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৩:৪৬ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় ‘বেইস ফ্যাশনস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখতে পান।
পুলিশ জানায়, বেইস ফ্যাশনস লিমিটেড কারখায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করেন। গত ১৮ মে কারখানা কর্তৃপক্ষ অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক শ্রমিককে ছাঁটাই করেন। এ ঘটনাকে প্রতিবাদে উত্তেজিত হয়ে শ্রমিকরা সোমবার কর্মবিরতি পালন করে। পরে কারখানা কর্তৃপক্ষ ওইদিন রাতে কারখানা ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেয়।
পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে গাজীপুরা-সাতাইশ সড়ক বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। খবর পেয়ে টঙ্গী থানা, শিল্পপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। বর্তমানে কারখানাটির সামনে অবস্থান করছেন শ্রমিকরা। 
এ বিষয়ে বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, ‘আমার কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই।’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে শাখা সড়ক থেকে সরিয়ে কারখানার সামনে আনা হয়েছে।

শীর্ষনিউজ/এ. সাঈদ