shershanews24.com
নিমতলিতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৩:৩৯ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ,ঢাকা: বংশাল থানার নিমতলী হানিফ ফ্লাইওভারের ঢালে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোজাম্মেল হোসাইন (৩৩) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি মারা গেছেন।

মোজাম্মেলের সহকর্মী জানান, মোজাম্মেল ফ্লাইওভারের ঢালে ইলেকট্রিক লাইনে কাজ করার সময় মইতে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে তিনি মই থেকে পড়ে অচেতন হয়ে যান। পরে উদ্ধার করে দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মৃত মোজাম্মেল হোসাইন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কাদের খানের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কুতুবখালী কোম্পানির কোয়ার্টারে বসবাস করতেন।

শীর্ষনিউজ/এম কে