shershanews24.com
বিসিবির কাছে চূড়ান্ত সমাধান চাইলেন রুমানা
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০৩:৩৮ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ঢাকা : বাংলাদেশ নারী ক্রিকেটের একসময় পরিচিত মুখ রুমানা আহমেদ। লেগস্পিনিং অলরাউন্ডার এই নারী খুব একটা খারাপ করেননি মাঠের পারফরমেন্স। তারপরও কোন অদৃশ্য ইঙ্গিতে তিন বছর ক্রিকেটের বাইরে। 

বিসিবির কাছে খোলা চিঠির মতো করে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুমানা  পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘বিসিবির সম্মানিত অভিভাবকদের বলছি। আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিক-নৈরাজ্যমূলক ঘটনা চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়াই তিন বছর তো তো কোনো কৌতুকের কিছু না। আমি কখনোই বাজে ক্রিকেট খেলিনি। অনৈতিক কাজও করিনি। জ্যেষ্ঠতা কখনোই অভিশাপ হতে পারে না। যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করেছে, তার বিচার চাই।’

তার প্রতি যে অন্যায়-অবিচার হয়েছে তার বিচার দাবি করে ফেসবুক পোস্টে বিসিবির কাছে বিচার দাবি করেন দীর্ঘদিন দলের বাইরে থাকা এই অলরাউন্ডার।

২০২৩ সালের আগস্টে সামাজিক মাধ্যমে হঠাৎই রুমানা পোস্ট দিয়েছিলেন, ‘আর ক্রিকেট নয়।’ সেই পোস্টের আগে বাংলাদেশ যে শ্রীলঙ্কা-ভারতের বিপক্ষে সিরিজ খেলেছিল, কোনোটিতেই তিনি ছিলেন না। শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার পর সময় বিসিবি জানিয়েছিল, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তখন বাংলাদেশ দলের এই লেগস্পিনিং অলরাউন্ডার দাবি করেছিলেন, বাদই দেওয়া হয়েছিল তাঁকে। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমে এমন মন্তব্য করায় রুমানাকে তলবও করেছিল বোর্ড।

৩৩ বছর বয়সী রুমানা ২০১১ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলেছেন ৫০ ও ৮৭ ম্যাচ। দুই সংস্করণেই ৮০০-এর বেশি রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেট ১২৫।
শীর্ষনিউজ/এনআরএফ