shershanews24.com
আইএফএফএইচএস- এর সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা মেসি সর্বকালের সেরা, রোনালদো নেই তিনেও!
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০২:৪৪ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

শীর্ষনিউজ, ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস) সম্প্রতি সর্বকালের সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে সবাইকে ছাড়িয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এদিকে সেরা তিনেও জায়গা পাননি মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

দুইয়ে আছেন তিনটি বিশ্বকাপ জেতা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। আর তিনে জায়গা করে নিয়েছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। চার নম্বরে জায়গা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ক্রিশ্চিয়ানো রোনালদো।

নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে। ছয় ও সাত নম্বরে আছেন যথাক্রমে রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান। সেরা দশের বাকি তিন খেলোয়াড় - ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন) এবং রোনালদিনহো (ব্রাজিল)।

আইএফএফএইচএস, ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান রক্ষণাবেক্ষণের স্বীকৃত একটি সংস্থা। তারা জানিয়েছে, এ তালিকা তৈরির জন্য তারা বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও ভক্তদের মতামত মিলিয়ে একটি হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছে।

তারা জানিয়েছে, 'চূড়ান্ত র‌্যাংকিং তৈরি হয়েছে ১০০ জন নিবন্ধিত অফলাইন বিশেষজ্ঞের ভোট (২৫%) এবং অনলাইন ভোট (৭৫%)-এর ভিত্তিতে, যেখানে বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যম অংশ নিয়েছে।'

শীর্ষনিউজ/এওয়াই