shershanews24.com
গফরগাঁওয়ে জন্মদিনে গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু
মঙ্গলবার, ২০ মে ২০২৫ ০১:১১ অপরাহ্ন
shershanews24.com

shershanews24.com

তফাজ্জল হোসেন, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনে গলায় বেলুন আটকে রাফসা নামে (৭) মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রাফসা ওই গ্রামের রনি মিয়ার কন্যা শিশু। সোমবার (১৯ মে) রাতে  উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহাবুল আলম রাফসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।   

তিনি বলেন, ঔদিন  রাফসার বড় ভাই ইহানের ৪র্থ জন্মদিন ছিল। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। রাতে পরিবারের সকলে বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি খাটের উপর বসে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে রাফসা সবার অজান্তে মুখে বেলুন দেয়। দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

শীর্ষনিউজ/প্রতিনিধি/এম কে