শীর্ষনিউজ, ঢাকা: ইসরাইল গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়ার মতো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলকে তিনি গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার অনুমতি দেয়ারও আহ্বান জানিয়েছেন।
ইসরাইল চলতি মাসে গাজায় চলমান আগ্রাসন আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে। তার মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার (১৯ মে) সকালে বলেছেন, ‘আমরা উপত্যকাটির সব অঞ্চলের নিয়ন্ত্রণ নেব।’ তবে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড।
উল্লেখ্য, সুইডেন ২০১৪ সাল থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
স্টেনগার্ড বলেছেন, ‘যদি এর (গাজা নিয়ন্ত্রণের) অর্থ সংযুক্তিকরণ হয়, তাহলে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি। গাজা ভূখণ্ড পরিবর্তন বা হ্রাস করা উচিত নয় – এ বিষয়ে সুইডেনের অবস্থান দৃঢ়।’
শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, ‘আমাদের আলোচনায়, আমরা বারবার ইসরাইল সরকারকে মানবিক নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে বাধাহীন মানবিক প্রবেশাধিকার এবং বিতরণের (খাদ্য সহায়তা) অনুমতি দেয়ার জন্য অনুরোধ করেছি।’
শীর্ষনিউজ/ বান্না